রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলার পোলতা গ্রামে গত রোববার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে সাহেব আলী (৪৮) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়ে দুপচাঁচিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার পোলতা গ্রামের সাহেব আলীর সাথে জায়গা নিয়ে প্রতিবেশীর বিরোধ চলে আসছিল। গত রোববার দুপুরে প্রতিপক্ষরা লাঠিসোঁটা হাতে সাহেব আলীর বাড়ীতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সাহেব আলী গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষরা এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে গুরুতর জখম করে। এক পর্যায় তারই বাড়ীতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা কেটে রক্তাত্ত জখম হয়। এ সময় তার চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে এলে তার ছোট ছেলে আবু সাঈদ (১৩) তাদের মারপিটে আহত হয়। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে তার স্ত্রী দুলালী বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে গতকাল সোমবার থানায় অভিযোগ দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।