Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দীর্ঘ ১৮ বছরেও হয়নি এমপিওভুক্ত শিক্ষক পরিবারের মানবেতর জীবন

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবির উচাই বালিকা উচ্চ বিদ্যালয়
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দিলদার হোসেন দীর্ঘ ১৮ বছর থেকে এমপিওভুক্ত হতে বঞ্চিত রয়েছেন। বেতন না পাওয়ায় ওই শিক্ষক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অভিযোগে জানা যায়, আদিবাসী অধ্যুষিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই এলাকায় ১৯৯৭ সালে উচাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। মোঃ দিলদার হোসেনকে সহকারী প্রধান শিক্ষক ও ইংরেজি শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়। কমিটি ২০০০ সালে বিদ্যালটির মাধ্যমিক স্তর এমপিওভুক্তির জন্য জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ডিজিতে পাঠানোর সময় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ সামছুল আরেফিন আবু চৌধুরী, তদানিন্তন ইউএনও আব্দুর রহিম ও পুলিশ কর্মকর্তা আব্দুল জব্বার মোটা অংকের বিনিময়ে ইংরেজী শিক্ষকের নাম বাদ দিয়ে শ্রেণী শাখা শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করে পাঠায়। সেই সময় জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে ঘটনাটি জানানো হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও রহস্যজনক কারণে তিনি তদন্ত করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী মাধ্যমিক স্তরের নিয়োগ প্রাপ্ত শিক্ষককে শ্রেণী শাখা শিক্ষক হিসাবে এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন থেকে আশ্বাস দিয়ে আসার পরও এমপিওভুক্তির কোন ব্যবস্থা না নিয়ে বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপণ করেই চলেছেন। মাধ্যমিক স্তরে নিয়োগ পাওয়া আরো ৩ শিক্ষককে এমপিওভুক্ত না করে শ্রেণী শাখা শিক্ষকদের মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত করায় বঞ্চিত আরো ৩ শিক্ষক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সরকারি চাকুরীর বয়সও শেষ হয়ে যাওয়ায় এবং এ বিদ্যালয়ে তাদের চাকুরী হবে কিনা সেটি এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘ ১৮ বছরেও হয়নি এমপিওভুক্ত শিক্ষক পরিবারের মানবেতর জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ