Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন্নির সংসারে আবারো ভাঙনের সুর!

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আবারো ঘর ভাঙছে বহু বিতর্কের জন্ম দেয়া মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির। অভিনেতা হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মাদকাসক্ত হয়ে পড়া এবং চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছিলেন তিনি। তারপর ২০১৪ সালের ১৮ ফেব্রæয়ারি আদনান হুদা সাদকে বিয়েও করেন। প্রায় দুই বছর এ বিয়ের খবর গোপন করার পর গত বছরের অক্টোবরে তিন্নি বিয়ের ঘোষণা দেন। নতুন সংসারে আরশী নামে এক কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন। সুখে সংসার করার পাশাপাশি অভিনয় করা শুরু করেন। এখন এই সংসারেও ভাঙনের সুর বেজে উঠেছে বলে জানা যায়। তিন্নি ও সাদ দুজন আলাদা থাকছেন। কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে তিন্নির বিরুদ্ধে সাদ কিছু অভিযোগ উত্থাপন করেন। ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটানো, কন্যা আরশীর খোঁজ-খবর না রাখা নিয়ে তার এই অভিযোগ। সাদের এক বন্ধুর সঙ্গে বিবাহ-বহির্ভ‚ত সম্পর্ক, পুনরায় নেশা করার অভিযোগও স্ট্যাটাসে তুলে ধরেন। এ প্রসঙ্গে সাদ শুধু জানিয়েছেন, যেটা ভালো না হবার ওটা তো অনেক আগেই হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন্নির সংসারে আবারো ভাঙনের সুর!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ