Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মেয়র কামরান করোনায় চিকিৎিসায় ভর্তি হলেন সিলেটের শাসসুদ্দীন হাসপাতালে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ২:৪৭ পিএম

করোনা ভাইরাসে শরীরের অবস্থার অবনতি হওয়ায় সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানকে। সিলেট। শনিবার (৬ জুন) দুপুর ১২টার সময় হাসপাতালে ভর্তি হন তিনি। এসময় শরীরে প্রচন্ড জ্বর রয়েছে ছিল তার। বলে জানা গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, সকাল ১১টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে, আর জ্বর তো আছেই। তাকে রাখা হয়েছে কেবিনে। এর আগে গতকাল শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় তার ।এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ