Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় দশজন গার্মেন্টস শ্রমিকসহ ১৯ জনের করোনা শনাক্ত

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ২:১৯ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নতুন করে আরও ১৯ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।এর মধ্যে ১০জনই পোশাক কারখানা শ্রমিক। আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন।
উপজেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ জনে। একজনের মৃত্যু হয়েছে ।
শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পৌর সদরের সাত জন, উপজেলায় শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ি ইউনিয়নে ১০জন। তারা সবাই কয়েকটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।এ ছাড়া ভরাডোবা ও কাচিনা ইউনিয়নে এক জন করে রয়েছেন।
স্বাস্থ্যবিধি না মানার কারণে শিল্পাঞ্চল খ্যাত ভালুকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন বলেন, উপজেলায় মোট ৬৯ জন কোভিট-১৯ এ শনাক্ত হয়েছেন।এর মধ্যে ৫জন সুস্থ্য হয়েছেন।একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন নার্স রয়েছেন। সবার সঙ্গে যোগাযোগ হয়েছে,তারা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থাকবেন। তিনি বলেন, লকডাউনের পর উপজেলার শিল্প-কারখানা গুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের আগমণের কারণে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। হবিরবাড়ি ইউনিয়নে শিল্প-কারখানা বেশি।সেখানে আক্রান্তের সংখ্যাও বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ