Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইরাস ব্রোচা এখন আরজে

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ক্যান্ডিড ক্যামেরা প্র্যাঙ্ক শো এমটিভি বাকরা দিয়ে সাইরাস ব্রোচা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। শুধু টিভি উপস্থাপক নয়, স্যাটায়ারিস্ট এবং কমেডিয়ান হিসবেও তার খ্যাতি আছে। এখন থেকে তিনি আরও একটি পরিচয়ে পরিচিত হবেন। রেডট্রো ওয়ান ও সিক্স পয়েন্ট চার নামে নতুন একটি এফএম রেডিও স্টেশনে তিনি আরজে হিসেবে যোগ দিয়েছেন।
এই জুন মাসে মুম্বাইতে এই রেডিও স্টেশনটির যাত্রা শুরু হয়েছে। এফএম রেডিওটির টিম সম্প্রতি ‘সাইরাসনামা’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার দায়িত্ব দিয়েছে সাইরাসকে। জানা গেছে ১৯৯০-এর সঙ্গে বর্তমান সময়ের সমন্বয় ঘটানো হবে এই অনুষ্ঠানটিতে।
তার নতুন ভ‚মিকা সম্পর্কে সাইরাস বলেছেন : “এটি দারুণ এক ধারণা। মূলত তারা পুরনো সঙ্গীত আর পুরনো ডিজেদের ফিরিয়ে আনতে চাচ্ছে। ধারণাটি হল পুরনো সময়ে ফিরে যাওয়া। আমরা যে সময়টি চলে গেছে সেটি নতুন করে সৃষ্টি করতে যাচ্ছি... আমরা নির্দিষ্ট সময়ে চলে যাব আর সেই সময়ের আবহ সৃষ্টি করব।”
রেডট্রো ওয়ান ও সিক্স পয়েন্ট চার ১৯৯০-এর দশকের সুপারহিট গান আর সেই সময়ের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইরাস ব্রোচা এখন আরজে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ