Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১০:২৯ পিএম

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৯০ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ আলী হোসেন (৪৫) নামে অস্ত্রধারী এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক ছাড়াও ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতার আলী হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করতেন না। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতেন। আলী হোসেন দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আমিনবাজার, গাবতলী, আশুলিয়াসহ আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ