Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনা আক্রান্ত ৮৮০, মৃত ২৬, বেগমগঞ্জ উপজেলায় আক্রান্ত ৪২১জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১০:০৫ পিএম

নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮০জন। করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২৬জন। একমাত্র বেগমগঞ্জ উপজেলায় আক্রান্ত ৪২১জন।

নোয়াখালী সিভিল সার্জন অফিসে স্থাপিত বিশেষ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫মে নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫জন। কিন্তু এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৮০ তে উন্নীত হয়েছে। একই সময় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২৬জনে পৌছেছে। সবচে আশঙ্কার বিষয় হচ্ছে, নোয়াখালীর ৯টি উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৮০জন। এরমধ্যে একমাত্র বেগমগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪২১জন।

বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বানিজ্য নগরী চৌমুহনী বাজারে প্রতিদিন লাখো মানুষের সমাবেশ ঘটে। ফলে চৌমুহনী বাজারকে করোনার আঁতুরঘর বলা হয়। এছাড়া এখানকার অধিকাংশ মানুষের করোনা সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। এছাড়া কয়েক দফা লকডাউন ঘোষণা করেও ফলোদয় হচ্ছেনা। ফলে বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ