Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করা চিঠি ট্রাম্পের শেয়ার নজিরবিহীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৭:৩৬ পিএম

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের `সন্ত্রাসী’ উল্লেখ করা চিঠি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। প্রেসিডেন্টকে চিঠিটি পাঠিয়েছেন অ্যাটর্নি এবং ট্রাম্পের সাবেক আইনজীবি জন ডোড। চিঠিতে ডোড বলেন, এই ফালতু বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ ছিলো না। তারা আসলে শান্তিপূর্ণ বিক্ষোভকারীই নয়, তারা সন্ত্রাসী । -সিএনএন, ফক্স নিউজ
বিশেষজ্ঞরা বলছেন, এই চিঠি শেয়ার করে ডোনাল্ড ট্রাম্প মার্কিনিদের প্রতিবাদ করার অধিকারকে অবজ্ঞা করেছেন। কোনও মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি একটি নজিরবিহীন বিরল ঘটনা।

এই চিঠিতে তিনি হোয়াইট হাউজের কাছে অবস্থান নেয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বলপ্রয়োগ করে ছত্রভঙ্গ করার প্রশংসা করেন।এর মাধ্যমে মার্কিন জনগণের প্রতিবাদ করার অধিকারকে অবজ্ঞা করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, যারা শিক্ষার্থীদের মনে ঘৃণার বীজ বপন করছে। তারা পুলিশকে বিরক্ত করছে, কারফিউ ভাঙছে, তারা সন্ত্রাসী। এদের কেনো সন্ত্রাসী বলা হলো, সে ব্যাপারে হোয়াইট হাউজের কোনও মন্তব্য চেষ্টা করেও পায়নি সিএনএন।

বিশেষজ্ঞরা বলছেন, এই চিঠি শেয়ার করে ডোনাল্ড ট্রাম্প মার্কিনিদের প্রতিবাদ করার অধিকারকে অবজ্ঞা করেছেন। কোনও মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি একটি নজিরবিহীন বিরল ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ