বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পোনাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার আশিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার কাঠুর এলাকার আব্দুল বারী বেপারীর ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার রাত দেড়টার দিকে এ ওয়ান পোলার গার্মেন্টসের পণ্যবাহী ট্রাক এশিয়ান হাইওয়ে সড়কযোগে আসার পথে রূপগঞ্জ থানার পোনাব নামকস্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ট্রাক ড্রাইভার আশিকুর রহমান ছিনতাইকারীদের বাঁধা দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।