Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভ‚মিকম্পের আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০২ এএম


ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের নিকটবর্তী হালমাহেরার উত্তরাঞ্চল শক্তিশালী এক ভ‚মিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর এই ভ‚মিকম্প অনুভ‚ত হয়। জার্মান ভ‚তাত্তি¡ক গবেষণা কেন্দ্র জিএফজির বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইন্দোনেশিয়ার জাতীয় আবহাওয়া এবং জলবায়ু সংস্থা (বিএমকেজি) বলছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং ভ‚পৃষ্ঠে এর গভীরতা ছিল ১১১ কিলোমিটার। এদিকের জিএফজির পক্ষ থেকে জানানো হয়েছে, ভ‚মিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। গভীরতা ছিল ১০৫ কিলোমিটার। ইন্দোনেশিয়ার জাতীয় আবহাওয়া এবং জলবায়ু সংস্থার মুখপাত্র তাওফান মাওলানা বার্তা সংস্থা রয়টার্সকে জােিনয়েছেন, ভ‚মিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এছাড়া এই ভ‚মিম্পের সুনামি হওয়ার কোনো শঙ্কাও নেই। তাই সুনামি সতর্কতা জারি হয়নি। উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া কথিত রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটিকে ভ‚মিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। প্রায়ই সেখানে ভ‚মিকম্পে কেঁপে ওঠে দেশটি। আর মাঝে মাঝে ভ‚মিকম্প থেকে উৎপত্তি হয় সুনামির যার পরিণতি ভয়াবহ। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ