মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নভেল করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেড়ে যাওয়া আর্থিক ও বর্ণবাদী বৈষম্য দ‚রীকরণে ১০০ কোটি ডলার অনুদান দেবে ব্যাংক অব আমেরিকা (বিএসি)। আগামী চার বছরে বিভিন্ন গোষ্ঠীগত কার্যক্রম ওক্ষুদ্র ব্যবসা উদ্যোগে এ অর্থ ব্যয় করা হবে। খবর সিএনএন বিজনেস। বিএসির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ময়নিহান এক প্রেস রিলিজে জানান, বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে আগে থেকেই বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরো বেড়েছে। এরই মধ্যে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাÐের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে দেখা দিয়েছে তীব্র বিক্ষোভ। এ পরিস্থিতিতে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকার অর্থেই জরুরি ভিত্তিতে কিছু করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সবাইকেই আরো বেশি কিছু করার জন্য এগিয়ে আসতে হবে। বিএসি জানিয়েছে, এই ১০০ কোটি ডলার অশ্বেতাঙ্গ স¤প্রদায়ের মধ্যে টিকা প্রদান কর্মস‚চির মতো স্বাস্থ্যসেবার স¤প্রসারণ ও তাদেরক্ষুদ্র ব্যবসায় সহায়তায় ব্যবহার করা হবে। একই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকাদের মধ্য থেকে ব্যাংকের নতুন কর্মী নিয়োগেরও উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে আগামী চার বছরে প্রতি বছর ব্যয় করা হবে ২৫ কোটি ডলার। সিএনএন বিজনেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।