বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রায় ১৩টি কক্ষের দরজার তালায় সুপার গ্লু আঠা লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষে ঢুকতে না পারায় রোববার ক্লাস করতে পারেনি বিভাগের শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, চারুকলা অনুষদের অন্তর্গত মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রায় ৫টি শিক্ষকদের কক্ষ ও ৮টি শ্রেণিকক্ষের দরজার তালায় সুপার গ্লু আঠা লাগানো হয়েছে। তালা খুলতে না পারায় ক্লাসে ঢুকতে পারেনি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গার্ড থাকতে এ ধরনের ঘটনা কীভাবে ঘটে তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের ঘটনায় ক্লাস বন্ধ থাকবে এটা কখনো আশা করা যায় না। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা আনোয়ার বলেন, আমি সকালে বিভাগে এসে ঘটনাটি জানতে পারি। কিন্তু এ ধরনের কাজ কে বা কারা করেছে বুঝতে পারছি না।
তবে গার্ড থাকা সত্ত্বেও এই কক্ষগুলোতে সুপার গ্লু লাগানো কীভাবে সম্ভব হতে পারে এমন প্রশ্ন করলে তিনি বলেন, আসলে গার্ড আছে তবে খুবই স্বল্প পরিমাণে। ফলে তাদেরকে সব সময় পুরো চারুকলা অনুষদে সবসময় চলাফেরা করতে হয়। কয়েকজন গার্ড জানান, কে বা কারা কখন এ কাজ ঘটিয়েছে তা আমরা জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।