Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে গুণীজনদের নামে সড়ক উদ্বোধন

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:০০ এএম

ভোলার লালমোহন পৌরসভার বিখ্যাত ব্যক্তি ও গুণিজনদের নামে ২৩টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। গতকাল লালমোহন পৌরশহরের বিভিন্নস্থানে এসব সড়কের ফলক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বিখ্যাত ব্যক্তি ও গুণিজনদের নামে নামকরণের মাধ্যমে এসব সড়ক আনুষ্ঠানিকভাবে নতুন নাম পেয়েছে।
উদ্বোধনকালে এমপি শাওন বলেন, লালমোহন পৌরসভা আধুনিকায়নের কাজ চলছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ হয়েছে পর্যাপ্ত। এখন নতুন নতুন প্রকল্পের মাধ্যমে পৌরসভাকে আধুনিক করে গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক-উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ