Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় নিখোঁজ ৩

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা- দমনের জন্য সারা দেশের নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করছে র‌্যাব। নিখোঁজ ব্যক্তিদের তালিকার মধ্যে কুষ্টিয়ার তিনজনের নাম রয়েছে।
তারা হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার স্বর্ণপট্টি এলকার জুলফিকার হায়দারের ছেলে মোহাম্মদ মারজুক হায়দার জাহিন (২১), একই উপজেলার গেলাপনগর এলকার চাঁন্দু শেখের ছেলে মিন্টু শেখ ওরফে মিন্টু বৈরাগী (২৭) ও মিরপুর উপজেলার সাহেবনগর এলাকার আলাল উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (১৭)।
র‌্যাবের দেওয়া তথ্যমতে, নিখোঁজ জাহিন ভেড়ামারা পাইলট হাই স্কুলের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর নিখোঁজ হয়। মিন্টু বৈরাগী দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করে আর পড়াশোনা করেনি। ওই বছরের ১৫ অক্টোবর নিখোঁজ হয় সে।
মহিদুল ইসলাম উপজেলার সাতমাইল হামিদিয়া মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ার সময় নিখোঁজ হয়।
উল্লিখিত নিখোঁজদের ব্যাপারে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়ায় নিখোঁজ ৩

২৫ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ