Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটিকুমরুল থানার ওসি প্রত্যাহার

মহাসড়কে অনিয়ম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:০০ এএম

অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে প্রত্যাহার করা হয়।
গত মঙ্গলবার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল এলাকায় পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের ধাক্কায় অবৈধভাবে চলাচলরত একটি সিএনজিচালিত থ্রি-হুইলারে চাপা খায়। এতে বাবা-মা ও মেয়েসহ তিনজন অকালে প্রাণ হারান। বেশ ক’টি গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলে টনক নড়ে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের। অবশেষে ওই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
গতকাল বুধবার এ রির্পোট লেখা পর্যন্ত প্রত্যাহারকৃত ওসি খাইয়রুল ইসলাম হাটিকুমরুল হাইওয়ে থানায় অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, প্রত্যাহার করার বিষয় জানলেও সঠিক কারনটি অবগত নই।
পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, ‘জনস্বার্থে ও উর্ধ্বতনদের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসি-প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ