Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের দুই প্রদেশে হামলা: নিহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ৮:৫৭ পিএম

আফগানিস্তানের কান্দাহার ও পাকতিয়া এলাকায় বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। কান্দাহার প্রদেশের পুলিশ মুখপাত্র জামাল নাসের বারকাজির বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, আজ দুপুরের আগে কান্দাহারের আর্গেস্তান শহরে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়।

অপরদিকে পাকতিয়া প্রদেশেও একটি মহাসড়কের কাছে অনুরূপ বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ পুলিশ নিহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠি এখনও এসব হামলার দায়িত্ব স্বিকার করেনি।

আফগানিস্তানে যুদ্ধবিরতি সমাপ্তি এবং আশরাফ গণি সরকারের পক্ষ থেকে তা নবায়ন করতে তালেবানরা অস্বীকার করার পর থেকে রাজধানী কাবুলসহ সেদেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় বহু সামরিক বেসামরিক লোকজন হতাহত হয়েছে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ৪ জুন, ২০২০, ৬:১৮ এএম says : 0
    যেহেতু এখন আমেরিকা আরনেই সেহেতু মূসলিম পরস্পর সমঝোতা দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ