Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় সম্মেলন অনুষ্ঠানের জায়গা পাচ্ছেন না ট্রাম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ৪:১১ পিএম

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। ঐতিহ্য অনুযায়ী দলীয় সম্মেলন ২৪ থেকে ২৭ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের জন্যে তিনি নতুন জায়গা খুঁজছেন। করোনা ভাইরাসের কারণে নর্থ ক্যারোলিনা পরিকল্পনা অনুযায়ী সম্মেলন আয়োজনে তাদের ব্যর্থতার কথা জানানোর পর মঙ্গলবার ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প টুইটারে রাজ্যের ডেমোক্রেট গভর্ণর রয় কুপারের সমালোচনা করেছিলেন। কারণ কুপার বলেছিলেন, করোনা মহামারীর এ সময়ে গণ জমায়েত নিয়ে উদ্বেগের কারণে তিনি কনভেনশন আয়োজনের অনুমোদন দিতে পারছেন না।
ট্রাম্প টুইট করে বলেন, নর্থ ক্যারোলিনা রাজ্য গভর্ণরের কারণে আমরা এখন সম্মেলনের জন্যে অন্য রাজ্য খুঁজতে বাধ্য হচ্ছি।
এদিকে ডেমাক্রেট দল তাদের প্রার্থী জো বাইডেনের মনোনায়নের জন্যে ভার্চুয়াল কিংবা সীমিত পরিসরে সম্মেলন আয়োজন নিয়ে আলোচনা করছে। যদিও ট্রাম্প তার দলের জন্যে এ ধারণা প্রত্যাখ্যান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ