বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর উপজেলা সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা সোহেল রানা ও পুত্র মারুফের মৃত্যু হয়েছে। গতকাল (২৪ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মিজানের বাড়ি থেকে হাজী কুরবান আলী আইডিয়াল স্কুলের টিনের চালার উপর দিয়ে সোহেল রানার বাড়িতে বিদ্যুতের পার্শ্বসংযোগ নেয়। এতে ওই বিদ্যালয়ের পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। রোববার স্কুল ছুটির পর স্কুলের ছাত্ররা মাঠে ক্রিকেট খেলতে থাকে। একপর্যায়ে বল স্কুল ভবনের চালের ফাঁকে আটকে যায়। মারুফ চাল থেকে বল পাড়তে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুত্রকে উদ্ধার করতে তার পিতা সোহেল রানা ওই স্কুলের টিনের চালে উঠতেই তারও মৃত্যু হয়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎতের লোকজন বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন করলে স্কুল ভবনের চাল থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মারুফ হাজী কুরবান আলী আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।