বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : যৌতুকের দবি মেটাতে না পারায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্মম-নির্যাতনে শিকার আসমা বেগম (৩৬) প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়ে অবশেষে হেরে গেলেন মৃত্যুর কাছে। সে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কছিমদ্দিন সরদার পাড়ার লাল মিয়া শেখের মেয়ে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রথম স্বামীর তালাকপ্রাপ্ত হওয়ার পর ৯ মাস আগে আসমার বিয়ে হয় একই এলাকার কাইমদ্দিন প্রামানিক পাড়ার আ. সাত্তার শেখের ছেলে বাচ্চু শেখের সাথে। বিয়ের পর থেকেই বাচ্ছু শেখ ও তার পরিবার নানা সময় যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতো। এরপর আসমা বাবার বাড়ি থেকে বাচ্ছুকে একটি অটোরিকশা কিনে দেন। এরপরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয় না। গত ২৭ জুন বাচ্ছু শেখ আসমা বেগমের কাছে ১ লাখ টাকা যৌতুন দবি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।