বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে পিতা-পুত্রসহ আরও ৩ জনের পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট এসেছে।
মঙ্গলবার (২ জুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তিনজনের পজেটিভ রিপোর্ট আসে।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামের পিতা (৬৫) ও পুত্র (৩০) এবং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের ঢাকা ফেরত এক যুবক (২০)। চিন্তামনি গ্রামের পিতা ও পুত্র জ্বর-সর্দি নিয়ে গত ২৮ মে এবং গলমুকাপনের যুবক গত ৩০ মে নমুনা প্রদান করেন। আগামীকাল তাদের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।
এ নিয়ে ওসমানীনগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন ও মারা গেছেন
১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।