Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএফইউজে’র সভাপতি প্রার্থী অশোক চৌধুরীর মতবিনিময়

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি পদে উপ-নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী অশোক চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। মতবিনিময় সভায় অশোক চৌধুরী বলেন, সভাপতি পদে নির্বাচিত হলে তিনি সাংবাদিকদের অধিকার রক্ষার সংগ্রামকে আরও জোরদার করবেন। তিনি বলেন, সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাংবাদিক রাহুল রাহা, জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এজাজ ইউসুফী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, ওমর কায়সার, কাজী আবুল মনসুর, আবু তাহের মুহাম্মদ, মোর্শেদ আলম, চৌধুরী ফরিদ, নাজিমুদ্দিন শ্যামল, সমির বড়–য়া প্রমুখ।
সিইউজে’র যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার আদায়ে অশোক চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বক্তারা আসন্ন বিএফইউজে’র নির্বাচনে অশোক চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বিএফইউজে’র সভাপতি প্রার্থী অশোক চৌধুরীর মতবিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ