Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ৯:৪৫ এএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ১৩ জন, মহানগরীর ১০ জন রয়েছেন, বাকি ৩ জন মাগুরা জেলার। গতকাল মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলা ও মহানগরীতে আক্রান্ত হয়েছেন ১২০ জন।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৪৮টি। এদের মধ্যে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২৩ জন খুলনা জেলার। বাকি ৩ জন মাগুরা জেলার।

তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ১২ জনই দিঘলিয়া উপজেলার। এরা হলেন- সেনহাটির ৪০ বছরের নারী, ৫৫ বছরের এক ব্যক্তি, ২২ বছরের এক নারী, ৪৫ বছরের ব্যক্তি, ৪৯ বছরের এক নারী, ১৮ বছরের এক যুবক, ১৫ বছরের এক মেয়ে, ৩৫ বছরের এক নারী, ২৫ বছরের এক যুবক, ৮ বছরের শিশু, ৬০ বছরের এক ব্যক্তি ও একই উপজেলার ফারমিশখানার ২০ বছরের নারী।

মহানগরীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- মহানগরীর ছোট বয়রার শান্তিনগরের ২০ বছরের নারী, ১৯৮ ক্রিসেন্ট কলোনী খালিশপুরের ৫৫ বছরের এক বৃদ্ধ, খান এ সবুর রোডের ঘড়ি মঞ্জিলের ৪৫ বছরের নারী, একই এলাকার ৫১ বছরের এক ব্যক্তি, দৌলতপুর পাবলা দফাদারপাড়ার ৩৪ বছরের যুবক, খুলনা মেডিকেল কলেজের ৩০ বছরের এক নারী, কে ডি ঘোষ রোডের ৫৫ বছরের এক ব্যক্তি, আবু নাসের হাসপাতালের এক যুবক, কেডিএ নিউমার্কেট এলাকার এক যুবক, শেরে বাংলা রোডের এক যুবক। কয়রা উপজেলার একজন হলেন গিলাবাড়ি এলাকার ৪৫ বছরের এক যুবক। এছাড়াও খুমেকের ল্যাবে মাগুরা জেলার ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনা জেলায় এ নিয়ে মোট ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ