Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে জিহাদী বই ও সিডিসহ শিবিরের ৮ ক্যাডার আটক

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

৫ দিন করে রিমান্ড মঞ্জুর
দিনাজপুর অফিস : দিনাজপুর শহরের একটি ছাত্রাবাস থেকে পুলিশ অভিযান চালিয়ে জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, ভর্তি ফরম ও সিডিসহ শহর শিবিরের অর্থ সম্পাদকসহ ৮ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের ৮ জনকে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, রোববার বিকেলে আটক ৮ শিবির ক্যাডারকে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল কুমার রায় প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিচারক প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেফতারকৃতদের বিকেলে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
দিনাজপুর সদও কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, রোববার ভোরে শহরের রামনগর মহল্লার বকুলভিলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ময়নুল ইসলাম (২৫)সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কোতয়ালী থানার এসআই আব্দুস সামাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন শহর শিবিরের অর্থ-সম্পাদক দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ময়নুল ইসলাম (২৫), ছাত্রশিবির নেতা ও দিনাজপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মামুন ইসলাম (২৫), সরকারি কলেজ উপ-শাখার সভাপতি হাফিজউদ্দীন (২৪), সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত (২০), সরকারি কলেজ প্রথম বর্ষের ছাত্র জামালি আহমেদ (১৯), প্রথম বর্ষের ছাত্র মোমিনুল ইসলাম (২০), সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম (২১) ও মেডিকেল ভর্তি কোচিংয়ের ছাত্র তোফাজ্জল হোসেন (২০)। এই ৮ জনসহ ওই ছাত্রাবাসে ছাত্র শিবিরের প্রায় ১৪ জন ছাত্র থাকত। এদের সকলেই ছাত্রশিবিরের সাথে জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুরে জিহাদী বই ও সিডিসহ শিবিরের ৮ ক্যাডার আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ