Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ইয়াবাসহ তিন নারীসহ আটক ৪

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে তিনজন নারী রয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেটও জব্দ করা হয়েছে। রোববার ভোররাতে টেকনাফ স্টেশন থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলো, ফরিদপুর সদরের ওবায়দুর রহমানের স্ত্রী সুমি আকতার, ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সলিম আহমেদ হাফিজ, ঢাকার শ্যামপুর এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আলো আকতার ও তার মেয়ে তিনা আকতার।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, এই যাত্রীদের সন্দেহজনক মনে হলে তাদের শরীরে তল্লাশি করলে পৃথকভাবে ১৯ হাজার ৯২৪টি ইয়াবা পাওয়া যায়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফে ইয়াবাসহ তিন নারীসহ আটক ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ