Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অসম ভবিষ্যতের মুখোমুখি যুক্তরাষ্ট্রের কর্মজীবীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে যে তাÐব চালিয়েছে, তাতে বহুলাংশে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্য খাত ও অর্থনীতির ভিত। বিশেষ করে কর্মজীবীদের জন্য হাজির হয়েছে অভ‚তপ‚র্ব পরিস্থিতি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দেশে নভেল করোনাভাইরাসের কারণে হু-হু করে বাড়ছে বেকারত্ব। প্রায় এক শতক আগের মহামন্দার পর দেশটিতে এত বিপুলসংখ্যক মানুষ আর কখনই বেকার হয়নি। আশঙ্কার কথা, খুব শিগগিরই এ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। বিশ্লেষকরা বলেছেন, বর্তমান বাস্তবতায় দেশটির কর্মীদের মধ্যে বৈষম্য আরো বাড়বে। দক্ষতা ও সুযোগের ভিত্তিতে তাদেরকে মুখোমুখি হতে হবে এক অসম ভবিষ্যতের। খবর এএফপি। ম‚লত নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের কর্মীদের মোটা দাগে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। এর এক ভাগে রয়েছেন তারা, যাদের বাড়িতে বসে কাজ করার সক্ষমতা আছে। অন্য ভাগে রয়েছেন বাকি সবাই, যাদের এ সুযোগ বা সক্ষমতা কিছুই নেই। যুক্তরাষ্ট্রে যে ছাঁটাই হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব কর্মী, যাদের সশরীরে কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হয়। এর মধ্যে রয়েছে ব্যারিস্টার থেকে হোটেল ও পর্যটন খাতের কর্মীরা। এছাড়া মার্কিন বেতন কাঠামোর নিম্নস্তরের কর্মীদের ওপর ছাঁটাইয়ের ভয়াবহ প্রভাব পড়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রম বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ জেসি রথস্টেইন বলেন, যেসব কর্মী খুবই দক্ষ ও বাড়িতে বসে কাজ করার সুযোগ রয়েছে, তারা তাদের চাকরিদাতাদের কাছে দাবি উত্থাপন করতে পারবেন। এর মধ্য দিয়ে তারা হয়তো কর্মক্ষেত্রে নিজেদের জন্য একটি স্থান নিশ্চিতও করে নেবেন। কিন্তু সমস্যা হলো স্বল্প কিংবা অদক্ষ কর্মীদের
নিয়ে। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ