মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সউদী আরব কর্তৃপক্ষ হজ নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীতি না হওয়ায় এশিয়ার অন্যতম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া চলতি বছরের হজ ভিসা স্থগিত করেছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ফচরুল রাজি এক টেলিভিশন বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, এখনও পর্যন্ত সউদী আরব কর্তৃপক্ষ হজ প্রকল্প নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। তাই সরকার ২০২০ সালের জন্য হজ ভিসা স্থগিত করতে বাধ্য হল।
তিনি বলেন, “আমরা জানি, এটি আমাদের কঠিন সিদ্ধান্ত। এ সিদ্ধান্তে অনেক মানুষ মর্মাহত হবে। কিন্তু এর বাইরে কিছু করার নেই।”
প্রতিবছর ইন্দোনেশিয়ার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সউদী আরব যান। অনেকের কাছেই এটি সারাজীবনের সাধনা। কারণ কোটা ব্যবস্থার কারণে দেশটিতে একেক জনের গড়ে ২০ বছর লেগে যায় হজে যেতে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ২৭ কোটির জনসংখ্যার দেশটির জন্য চলতি বছর হজের কোটা বরাদ্দ হয়েছিল ২ লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যেই এর ৯০ শতাংশের নিবন্ধন সম্পন্ন হয়েছিল। সূত্র: জাকার্তা গ্লোব
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।