পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারা অধিদফতরের বরখাস্তকৃত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন। তারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেসবাউল ইসলাম আসিফ। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বজলুর রশিদের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত।
গত বছর ২০ অক্টোবর ঘুষ লেনদেনের অভিযোগে বজলুর রশিদকে গ্রেফতার করে দুদক। পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দেয়া হয়। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকার অবৈধ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচারক সালাহউদ্দিন বাদী হয়ে কমিশন দুদক আইনের ২৭(১) ধারায় দুদকের মামলা করেন। মামলাটি এখন তদন্তাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।