Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৯:৫৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি শহরে ভ্রাম্যমান আদালতে একজন দন্তরোগের সাধারন পরামর্শকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে, ১ ব্যবাসায়ী ও ১ নারী ক্রেতাকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মার্কেটে পণ্য ক্রয় করায় জরিমানা করেছেন নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।
নির্বাহী কর্মকর্তার একেএম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার দুপুরে বালিয়াকান্দি শহর ও বহরপুর বাজারে উপজেলা পশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, স্টিকার সহ নানাবিধি প্রচার চালানো হয়। এ সময় বহরপুর বাজারে সাধারন দন্ত পরামর্শক মইনুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা ও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালত চম্পা সুপার মার্কেটে ১ ব্যবাসায়ীকে ৫ শত টাকা ও ১ নারী ক্রেতাকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচার অভিযানের সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ