Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে এসএসসিতে প্রত্যাশিত ফল না করতে পেরে আত্নহত্যা

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৯:৫১ পিএম

গোপালগঞ্জে এসএসসিতে প্রত্যাশিত ফল না করতে পেরে বৃষ্টি মন্ডল নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে।
গতকাল রোববার রাতে বৃষ্টি মারা যায়।
বৃষ্টি মন্ডল মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাশার জানান, বৃষ্টি মন্ডল এ বছর বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়।রেজাল্ট প্রত্যাশিত না হওয়ায় বৃষ্টি রোববার বেলা ১১ টার দিকে ঘরের আড়ার সাথে মায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ফরিদপুর রওনা হয় পরিবারের লোকজন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটে পৌছানের পর রাত পৌনে ১২ টার দিকে বৃষ্টি মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ