Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩জন আক্রান্ত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৬:৫৩ পিএম

নোয়াখালীতে নতুন করে আরও ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কয়েকজন পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৬৮৮জন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ঘন্টায় আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ১২, চাটখিলে ৭জন, সুবর্নচরে ৩ ও কবিরহাট উপজেলায় ১ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৬৮৮জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৭২জন। আইসোলেশনে রয়েছেন ৬০২জন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা: মো. তামজিদ হোসাইন জানান, নতুন ৭জনের মধ্যে থানা পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই চৌমুহনী বাজার এলাকার। এ নিয়ে উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা ৩২৬ জন। মৃত্যু ৭জন।

উপজেলা ভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাঃ জেলায় মোট আক্রান্ত ৬৮৮জন। বেগমগঞ্জে ৩২৬, কবিরহাটে ৬৮, সদরে ১৩৮, চাটখিলে ৪৪, সোনাইমুড়ীতে ৪৭, সুবর্ণচরে ২০, সেনবাগে ৩১, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬জন রোগী রয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ১৫জন। তারা হচ্ছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুরের সফিউল আজম (৪৭) ও কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ