Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপসী পান্নুর পরিবারে শোকের ছায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ২:৪৭ পিএম
মারা গেলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ঠাকুমা। শনিবার বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয়জনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন 'পিংক' খ্যাত অভিনেত্রী।
 
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গুরুদুয়ারে মৃত ঠাকুমার প্রার্থনার একটি ছবি শেয়ার করেছেন তাপসী পান্নু। সেখানে তিনি লিখেছেন, 'পরিবারে আগের প্রজন্মের মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। ঠাকুমা তুমি আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে'।
 
তাপসীর ঠাকুমার মৃত্যুর খবরে অভিনেত্রীর সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন। পাশাপাশি ভক্ত ও অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, ঈশ্বর তোমার পাশে থাকুন। আরেক ভক্ত লিখেছেন, আপনার ঠাকুমার আত্মার শান্তি কামনা করি।
 
লকডাউনের কারণে মুম্বাইয়ে বোনের সঙ্গে কোয়ারেন্টিনে আছেন তাপসী পান্নু। অন্যদিকে তার পরিবার পাঞ্জাবে রয়েছে। সেকারণে শেষবারের মতো ঠাকুমার সঙ্গে দেখা হয়নি অভিনেত্রীর।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ