Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল আগরতলায়

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে গতকাল  রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে এ প্রতিনিধিদলটি ভারতে প্রবেশ করে। প্রতিনিধিদলটি আখাউড়া- চেকপোস্টের শূন্যরেখায় পৌঁছলে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ত্রিপুরার ডিআইজি এ কে ইয়াদভসহ অন্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২০ সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হাবিবুল করিম। প্রতিনিধিদলে এছাড়াও বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের (সরাইল) কমান্ডার মো: খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো: আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো: আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো: শাহরিয়ার রশীদ রয়েছেন। ত্রিপুরা রাজ্যের রাজ্য অতিথিশালায় চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরাইল ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহ আলী জানান, ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আগরতলায় দু’দেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্তে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী, শিশু পাচার এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধসহ দু’দেশের সীমান্তে বিরাজমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এ সীমান্ত সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল আগরতলায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ