Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গানের অ্যালবাম করলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফ্যাশন ডিজাইনার হিসাবে বিপ্লব সাহার পরিচিতি সর্বত্র। তবে এবার তিনি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। অনেকটা শখের বশেই তিনি গেয়েছেন। বিপ্লব সাহা বলেন ছোট বেলা থেকে আমার গানের প্রতি দুর্বলতা ছিল। তবে পেইন্টিং ও ডিজাইন নিয়ে কাজ করার কারণে গান গাওয়া হয়ে উঠেনি। এবার শখের বশেই গানে কণ্ঠ দিলাম। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি গান গাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছেন। তার উৎসাহে জনপ্রিয় কিছু গান গেয়েছি। প্রথম গানটি হল পুরানো দিনের জনপ্রিয় গান ‘চিরদিনই তুমি যে আমার’। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। এতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী কনাও তার সঙ্গে গেয়েছেন। গানগুলোর মিউজি ভিডিও করা হয়েছে। মিউজিক ভিডিও অ্যালবামটিতে ৫টি শ্রুতিমধুর গান রয়েছে। এছাড়া আনচান আনচান শিরোনামে একটি আলাদা গান রয়েছে। এটি লিখেছেন জীবন চৌধুরী, নির্দেশনা দিয়েছেন রাজন সাহা। গানগুলো শুধুমাত্র বিশ্বরঙ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গানের অ্যালবাম করলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ