প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী বছরের নির্বাচনে সভাপতি’র পদে ওমর সানি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। তার সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান। অমিত হাসান বলেন, ‘সানি আমার খুব ভালো একজন বন্ধু। সে যদি নির্বাচনে সভাপতি পদে লড়তে চায় তাহলে আমার কোন আপত্তি নেই। অবশ্যই তার জন্য আমার শুভ কামনা থাকবে। সানি একজন কর্মঠ মানুষ। এমন কর্মঠ মানুষ শিল্পী সমিতির আরো উন্নয়নের জন্য অবশ্যই দরকার।’ ওমর সানি এরইমধ্যে তার প্যানেল নিয়ে ভাবছেন বলে জানা যায়। নির্বাচনের সময় এখনো বেশ কয়েকমাস বাকি থাকলেও সানি ব্যস্ত তার প্যানেল গুছানো নিয়ে এবং এখন থেকেই প্রচারণা শুরু করেছেন। এ ব্যাপারে সানি সরাসরি কিছু না বলে বলেন, ‘সব আল্লাহর ইচ্ছা। দেখা যাক কী হয়। আল্লাহ ভরসা।’ ওমর সানি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর কিংবা অমিত হাসান লড়বেন। এদিকে ওমর সানী এর আগে দুইবার শিল্পী সমিতির কার্যকরী সদস্য, একবার ক্রীড়া ও প্রচার সম্পাদক এবং বর্তমানে তিনি সমিতির সহ-সভাপতির পদে দায়িত্বরত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।