Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৬:২১ পিএম | আপডেট : ৬:২৪ পিএম, ৩১ মে, ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় পুরো যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দমনে মিনেসোটা অঙ্গরাজ্যের সকল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।-বিবিসি, রয়টার্স

 

যুক্তরাষ্ট্রজুড়েই এখন জ্বলছে আগুন। চলছে ভাঙচুর, লুটপাট। দেশটির ওয়াশিংটন, নিউ ইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারও হোয়াইট হাউজ ঘেরাও করে রেখেছিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে। জানা গেছে, মিনিয়েপোলিস পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পুরো যুক্তরাষ্ট্রজুড়েই বিক্ষোভ ঠেকানোর জন্য এ পর্যন্ত বহু সংখ্যক আন্দোলনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

 

বিক্ষোভের বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেন, আন্দোলন শুধু ওই কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাতে আটকে নেই। আমাদের বড় শহর মিনিয়েপোলিস ও সেন্ট পলে হামলা চালানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে রাজনৈতিক ইন্ধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেয়া হচ্ছে সহিংসতা। এ বিষয়ে একটি বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, অনেক জায়গায় পরিকল্পিতভাবে সহিংসতা ঘটানো হচ্ছে। বামপন্থী উগ্র সংগঠনগুলোই এমন নৈরাজ্য তৈরি করছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ফ্লয়েডের মৃত্যু আমেরিকানদের মধ্যে ভয়, ক্ষোভ এবং বেদনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে।এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা নৈরাজ্য করছে তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে কোন আন্দোলনকারী যদি হোয়াইট হাউজের সীমানালঙ্ঘন করতে চায়, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে ।

 

এই সহিংসতার বিষয়ে আটলান্টা রাজ্যের জর্জিয়া শহরের মেয়র কেইশা ল্যান্স বোটোমস বলেন, এটা কোন আন্দোলন নয়। আপনারা জর্জ ফ্লয়েডকে অপমান করছেন। ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ। এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় পুরো যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দমনে মিনেসোটা অঙ্গরাজ্যের সকল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।-বিবিসিরয়টার্স

যুক্তরাষ্ট্রজুড়েই এখন জ্বলছে আগুন। চলছে ভাঙচুর, লুটপাট। দেশটির ওয়াশিংটননিউ ইয়র্কপোর্টল্যান্ডলস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারও হোয়াইট হাউজ ঘেরাও করে রেখেছিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে। জানা গেছেমিনিয়েপোলিস পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পুরো যুক্তরাষ্ট্রজুড়েই বিক্ষোভ ঠেকানোর জন্য  পর্যন্ত বহু সংখ্যক আন্দোলনকারীকে আটক করেছে দেশটির পুলিশ

বিক্ষোভের বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেনআন্দোলন শুধু ওই কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাতে আটকে নেই। আমাদের বড় শহর মিনিয়েপোলিস  সেন্ট পলে হামলা চালানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে রাজনৈতিক ইন্ধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেয়া হচ্ছে সহিংসতা।  বিষয়ে একটি বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেনঅনেক জায়গায় পরিকল্পিতভাবে সহিংসতা ঘটানো হচ্ছে। বামপন্থী উগ্র সংগঠনগুলোই এমন নৈরাজ্য তৈরি করছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের বলেনফ্লয়েডের মৃত্যু আমেরিকানদের মধ্যে ভয়ক্ষোভ এবং বেদনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে।এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা নৈরাজ্য করছে তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে কোন আন্দোলনকারী যদি হোয়াইট হাউজের সীমানালঙ্ঘন করতে চায়, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে 

এই সহিংসতার বিষয়ে আটলান্টা রাজ্যের জর্জিয়া শহরের মেয়র কেইশা ল্যান্স বোটোমস বলেনএটা কোন আন্দোলন নয়। আপনারা জর্জ ফ্লয়েডকে অপমান করছেন। ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ। এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ