Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউজের নিরাপত্তায় ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৬:১৬ পিএম

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশি নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাল দিতে না , পারায় বেশ কয়েকটি রাজ্যে মোতায়েন করা হয়েছে এই ন্যাশনাল গার্ড রিজার্ভ বাহিনী।-ওয়াশিংটন পোস্ট, সিজিটিএন

একটি বিবৃতিতে ওয়াশিংটন ডিসি ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ। কিন্তু তাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন সেনা সচিব।বিবৃতিতে মেজর জেনারেল উইলিয়াম জে ওয়াকার বলেন, ‘ডিসিএনজি সর্বদাই সাধারণ মানুষের জানমাল রক্ষায় ডিস্ট্রিক্ট ও কেন্দ্রীয় কর্তৃপক্ষকে সহায়তা করে আসছে। আমরা হোয়াইট হাউজ রক্ষায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। অবশ্যই আমরা স্বীয় দায়িত্ব পালন করবোই।’

যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য ছাড়াও ওয়াশিংটন ডিসি, গুয়াম ও পুয়ের্তোরিকোর আলাদা ন্যাশনাল গার্ড বাহিনী আছে। দেশটিতে সাধারণত এই সামরিক বাহিনী মোতায়েন হয়না। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই এই বাহিনী মোতায়েন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ