Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফজর থেকে খুলে দেয়া হয় আল আকসা মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৫:৩৫ পিএম

আজ রোববার ফজর থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে।-আল জাজিরা, আনাদোলু এজেন্সি, কুদস নিউজ

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিলো এই মসজিদটি। দুই মাস পর আজ ভোরে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়েছে। রোববার ফজরের নামাজের আগে মসজিদ চত্বর উন্মুক্ত করে দেওয়া হয়। মুসল্লিরা প্রবেশের অনুমতিও পান। মসজিদে সবাই মাস্ক পরে প্রবেশ করেছেন। এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসা মসজিদের পরিচালক ওমর আল -কিসওয়ানি।

আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ