মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ২৭ মে বিশ্বব্যাপি আলোচিত ও ‘রবিনহুড’খ্যাত কাজাখিস্তানের ছাত্রী আলেকজান্দ্রা’র জামিন হয়েছে এবং তিনি বলেছেন, জ্ঞান আদান প্রদানে নিষেধাজ্ঞা থাকা ঠিক নয়। গত ২৮ এপ্রিল কার্ল মার্কসের জন্মদিন উপলক্ষে আলেকজান্দ্রা এলবাক্যান তার সাইটে স্লাভায় জিজেকের একটি ভাষণ আপ করলে তাকে গুম করার হুমকি আসে।সেজন্য পুলিশ তাকে গ্রেফতার করে।
জামিনে জেল থেকে বের হওয়ার পর তিনি গত শুক্রবার স্পুটনিককে সাক্ষাৎকারে বলেন, জ্ঞানের ক্ষেত্রে টাকার হিসাব করলে চলবে না। আলেকজান্দ্রা পড়াশোনা করেছেন সাতবায়েভ কাজাখ ন্যাশনাল টেকনিকাল ইউনিভার্সিটিতে। সাই-হাব ওয়েব সার্চ ইঞ্জিন, যাতে সাত হাজার কোটির বেশি অ্যাকাডেমিক গবেষণা রয়েছে। যেগুলো বিশ্বের যে কোনো মানুষ বিনা খরচে ডাউনলোড করে পড়তে পারেন।
২০১১ সালে সাই - হাব তৈরি করেছিলেন কাজাখিস্তানের ছাত্রী আলেকজান্দ্রা এলবাক্যান। তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ছিল গবেষণাকে পে - ওয়াল থেকে মুক্ত করা , যাতে অনেক বেশি মানুষের কাছে তা উপলব্ধ হয় এবং জ্ঞানের প্রসার ঘটে । ২০১৫ সালে গবেষণামূলক প্রকাশক এলসেভিয়ার সাই - হাবের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে নিউইয়র্কে মামলা করে। এই মামলায় সাই - হাবের আসল ডোমেইনটি নিষিদ্ধ করা হয় ।
অবশেষে আলেকজান্দ্রা একটি স্বয়ংক্রিয় সাইট করেন। টরেণ্টফ্রীক বলছে , এসব সাইট বন্ধ করা কার্যত অসম্ভব।ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন সাই - হাব ও তার সহকর্মী সাইট লিবজেন - এর পাশে দাঁড়িয়েছে ।
দ্য ওয়াশিংটন পোস্ট তাকে এডওয়ার্ড স্নোডেনের সাথেও তুলনা করেছে। তাকে সাম্প্রতিক কালের ‘ রবিন হুড ’ ও বলা হয়েছে। শুধু আলেকজান্দ্রাই নয় , এই তালিকায় আরো নাম আছে , এরন সোয়ার্জ , এডওয়ার্ড স্নোডেন , আছে লাইব্রেরি জেনেসিস এর মতন ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।