মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইল অধিকৃত জেরুজালেমের এক ফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের পুলিশ। প্যালেস্টাইনের আরব৪৮ সংবাদপত্রে বলা হয়েছে, ভুক্তভোগী আয়াদ আল-হালাক (৩২) পূর্ব জেরুজালেমের বাসিন্দা। তাকে তার প্রতিবন্ধী স্কুলের কাছে গুলি করে হত্যা করা হয়। আয়াদ অটিজমে আক্রান্ত ছিলেন। খবর সিএনএনের
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের দাবি, টহলের সময় ওই যুবকের হাতে পুলিশ পিস্তলের মতো সন্দেহজনক একটি বস্তু দেখতে পায়। তাকে থামতে বলার পর সে দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় তার দিকে গুলি ছোঁড়া হয়।’ এছাড়া এ ঘটনার পর পুলিশ আয়াদের বাড়িও তল্লাশি করে।
এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মারা যায় আয়াদ। তবে গুলি করার পর তার শরীরে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে স্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা।
আয়াদের পরিবার জানিয়েছে, তাদের ছেলে নিরস্ত্র ছিল। সে কারো ক্ষতি করতে অক্ষম। সে প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিল। আয়াদের বয়স ৩২ বছর হলেও সে একটি ছয় বছরের শিশুর মতো ছিল।
এর আগে শুক্রবার ফাদি আদনান নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করে মারে ইসরায়েলি সেনারা। তিনি ওয়েস্ট ব্যাংক দিয়ে গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলের দাবি, ওই চালক তাদের চেকপোস্টে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। আদনানের পরিবার জানায়, তিনি স্ত্রী এবং সন্তানকে আনতে যাচ্ছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারে ইসরায়েলি সেনারা।
গাজা সীমান্তে গুলি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলিরা। এ সময় গুলিবিদ্ধ একজন ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করা হয়!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।