বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরও ১১৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে পুলিশের ১৩ সদস্য ও চার চিকিৎসক রয়েছেন। ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো ৮০০ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ১১৭ জন চট্টগ্রামের বাসিন্দা। শনিবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি ইনকিলাবকে তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত বাকি তিনজনের মধ্যে খাগড়াছড়ি জেলার ২ জন ও রাঙামাটি জেলার একজন রয়েছেন। চট্টগ্রামে ৬ উপজেলার ৩২ জন রয়েছেন। বাকি সকলেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে হালিশহর থানা পুলিশের ৬ জন, হাইওয়ে পুলিশের ৪ জন, শিল্প পুলিশের ২ জন ও হাটহাজারী থানা পুলিশের একজন সদস্য রয়েছেন।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা সংগ্রহ করা হলেও জীবাণুমুক্ত করার কারণে তিনদিন এ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। পরীক্ষার অপেক্ষায় থাকা সকল নমুনা ঢাকায় প্রেরণ করা হয়৷ এর মধ্যে ৮শ ‘নমুনার ফল আসে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ২৭০৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।