Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হিলি বন্দরে কোটি কোটি টাকার শাড়ি-থ্রিপিস নষ্ট হচ্ছে

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা

কোটি কোটি টাকার শাড়ী-থ্রিপিচ হিলি শুল্ক গুদামে স্তূপ আকারে পড়ে থেকে নষ্ট হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ে না পৌঁছানোর কারণে শুল্ক গুদামে পড়ে আছে দীর্ঘদিন ধরে। কাস্টমস বলছে অর্থ বরাদ্দ না থাকায় ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্ত পেরিয়ে প্রতিদিনই পাচার হয়ে আসছে কোটি কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য। আর এসব ধরাও পড়ছে বিজিবি, পুলিশ, র‌্যাব এর হাতে। তারাই আবার আটক পণ্যগুলো হিলি কাস্টমস শুল্ক গুদামে জমা দিয়ে শুল্ক মামলা করে থাকেন। আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, থ্রিপিচ, টু-পিচ, মাদকদ্রব্য, মেসিনারিজ যত্রাংশ, জিরা মসলা, কসমেটিক সামগ্রীসহ বিভিন্ন চোরাচালান পণ্য। কাস্টমস সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস-এর নিয়ননীতি অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা শেষে আটক পণ্যসামগ্রী সাধারণ নিলামে বিক্রি করে দিলেও শাড়ী, টু-পিচ, থ্রিপিচগুলো পাঠানো হয় ত্রাণ মন্ত্রণালয়ে। তবে অর্থ অভাবের কারণে ২০১৪ সালের জুলাই মাসের পর থেকে গত দু’বছর ধরে এসব আটক কাপড় গুদামে স্তূপ আকারে পড়ে রয়েছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে এসব কাপড় দুর্যোগ পূর্ণ ও মন্দাপীড়িত এলাকার গরীব-দুখিদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলি বন্দরে কোটি কোটি টাকার শাড়ি-থ্রিপিস নষ্ট হচ্ছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ