Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা

পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আমিন উদ্দিন পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মো: বাবলু ড্রাইভারের পুত্র। পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিহত আমিন উদ্দিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে ঐ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকা- সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ