বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে দীর্ঘ এক মাস পরে নতুন করে আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির নাম মোঃ নান্নু মুন্সি(৪০)। তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী। হাসপাতালের অফিস সহকারি মোঃ মঞ্জুরুল হক জানান, নান্নু মুন্সীর করোনা উপসর্গ দেখা দিলে গত ২৭ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হযেছে। গতকাল ২৯ মে রোজ শুক্রবার রাত ১০টার দিকে তাঁর রোপের্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি এখন হোম আইসেলশনে রয়েছেন। তাঁর পরিবারের কারো করোনা উপসর্গ দেখা না দেয়ায় এখন পর্যন্ত পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়নি। দুই এক দিন পরে তাঁদের নমুনা সংগ্রহ করা হবে। এর আগে ২ মার্চ থেকে সর্বশেষ গত ২৮ এপ্রিল পর্যন্ত উপজেলায় ১২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁদের মধ্যে ১১ ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। এক ব্যক্তি বরিশশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন আবস্থায় মারা যায়। গত ২৮ এপ্রিল থেকে ২৮ মে এই এক মাসে উপজেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত ছিলেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, ওই কর্মচারীর করোনা পজেটিভ আসার পরে তার পরিবারের সদস্যসহ সানিধ্যে এসেছেন এমন ব্যক্তিদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।