Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৫:৪১ পিএম

অবশেষে বিতর্কিত টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ফর্ম থাকার পরও হঠাৎ করেই গত বছর টেস্ট ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। টেস্ট থেকে এ দু’জনের অবসরের পর থেকে আলোচনা-সমালোচনা চলছেই। অনেকেই মনে করেন, লিগ ক্রিকেট থেকে অধিক আয়ের কথা মাথায় রেখে কঠিন টেস্ট ফরমেটকে দূরে ঠেলে দিয়েছেন তারা। টাকার লোভে দেশের কথা ভাবেননি আমির-ওয়াহাব!

বিশেষ করে আমিরের কাছ থেকে একটু সার্ভিস পাবে বলেই নিষেধাজ্ঞার পর তাকে তাড়াহুড়ো করে দলে ভিড়িয়েছিল পাকিস্তান। কিন্তু গত বছরের জুলাইয়ে মাত্র ২৭ বছর বয়সি আমির জানিয়ে দেন, আর টেস্ট খেলবেন না। আর সেপ্টেম্বর মাসে টেস্ট ছাড়ার ঘোষণা দেন পাকিস্তানের আরেক অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। মাত্র দু’মাসের মাথায় এ দু’জনকে হারিয়ে বেশ বিপদেই পড়ে পাকিস্তান দল। সেই ঝাল মেটাতেই যেন সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় আমির-ওয়াহাবকে। প্রধান নির্বাচক কাম কোচ মিসবাহ-উল হক তো পরিষ্কার করে জানিয়েই দেন, টেস্ট যেহেতু খেলবেন না তাই তাদের চুক্তিতে থাকারও দরকার নেই।

ওয়াহাব-আমিরদের মাথার উপর এখন পাহাড়সমান দোষের ভার। সবাই ধরেই নিয়েছেন, মূলত টাকার জন্য দেশের স্বার্থকে ছোট করে দেখেছেন তারা। তবে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ এমনটা মানতে নারাজ। কেন্দ্রীয় চুক্তি নিয়েও মাথাব্যথা নেই তার। তিনি বলেন, ‘একটা ভুল ধারণা ছড়িয়েছে যে, আমরা লাল বলের ক্রিকেট ছেড়েছি লিগ থেকে টাকা আয় করার জন্য। ব্যাপারটা এমন নয়। আমরা সবসময়ই পাকিস্তানের হয়ে খেলাটাকে আগে দেখি, তাই আমাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো উচিত।’

ওয়াহাব রিয়াজ মনে করিয়ে দেন, তিনি টেস্ট দলে নিয়মিত ছিলেন না (সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে)। ৮ বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি টেস্ট খেলেছেন। তাই তাকে নিয়ে সমালোচনার কোন মানে হয় না। পাকিস্তানি এই পেসার যোগ করেন, ‘২০১৭ সাল থেকে আমি টেস্ট দলে মোটেই নিয়মিত ছিলাম না। খুব কমই টেস্ট খেলতে পেরেছি ক্যারিয়ারে।’

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া প্রসঙ্গে ওয়াহাব বলেন,‘কেন্দ্রীয় চুক্তি নিয়ে আমি আগে ভাবি না। শুধু চুক্তির জন্য নয়, আমি সবসময়ই দেশের হয়ে খেলতে চাই। যখনই সুযোগ আসে, দেশের হয়ে খেলতে পারাই গৌরবের।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ