বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারি করোনায় কুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল ৩০ মে এর ফলাফলে ৫ জনের করোনায় পজিটিভ এসেছে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মীর হোসাইন মিঠু এ তথ্য জানিয়েছেন। গতকাল করোনায় আক্রান্ত উক্ত ৫ জন হলেন- বুড়িচং দেবপুর ফাাঁড়ি পুলিশ মো. হাসান আল মামুন, মো. নাজমুল হাসান ও রাম দেবনাথ বুড়িচং সদর, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মো. তাজুল ইসলাম, একই ইউনিয়নের ফরিজপুর গ্রামের মো. সাদেকুর রহমান। এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক আজ রোববার ৩১ মে থেকে সামাজিক দূরত্ব মেনে গণপরিবহন চলাচল ও লকডাউন কিছুটা শিথিলতা আসলে ও বুুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণকে মহামারি করোনা থেকে মুক্ত রাখতে উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার সেনাবাহিনী, থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক (পিপিএম) সহ অন্যান্যরা জীবন বাজি রেখে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। এছাড়া, কুমিল্লার বুড়িচংয়ে মহামারি করোনায় ইতোমধ্যে প্রায় ১০০ জনের নমুনা পাঠানো হয়েছিল । এর মধ্যে থেকে গত ২৭ মে ৩ জনের ফলাফল নেগেটিভ এলে ও গত ২৮ মে বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের ২০ জনের করোনা পজিটিভ এসেছে। উক্ত ২০ জনের ফলাফল আগামী শুক্রবার এসে পৌঁছবে। তাতে বেশীরভাগই ফলাফল নেগেটিভ আসলেও উপজেলা প্রশাসন, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং বুড়িচং থানা পুলিশ সকলকে স্বাস্থ বিধি মেনে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।