Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইলট করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথ থেকে ফিরলো ভারতীয় বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৪:২১ পিএম

রাশিয়ায় আটকেপড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটি যখন উজবেকিস্তানের আকাশসীমায় তখন গ্রাউন্ড স্টাফরা জানতে পারলেন, পাইলট মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তখন মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হয় সেই বিমানকে।
‘বন্দে ভারত মিশন’-এ গত কয়েক সপ্তাহ ধরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এয়ারবাস এ-থ্রিটুজিরো নিও বিমানটি। নিয়ম অনুযায়ী চালক দলের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিমানে কোনও যাত্রী ছিলেন না।
এয়ার ইন্ডিয়ার এক শীর্ষস্থানীয় অফিসার জানিয়েছেন, “বিমানটি উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছে গিয়েছিল। এমন সময় গ্রাউন্ড স্টাফরা জানতে পারেন, পাইলটদের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বিমানটিকে সঙ্গে সঙ্গে ফিরে আসতে বলা হয়। বেলা সাড়ে ১২ টা নাগাদ বিমান ফিরে আসে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও একটি বিমান মস্কোয় পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ