Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে এবার চীনা শিক্ষার্থী-গবেষক প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৪:০৮ পিএম

ভ্রমণ ও বাণিজ্যের ক্ষেত্রে হংকংয়ের বিশেষ সুবিধা বাতিলের পর এবার চীনের কিছু শিক্ষার্থী ও গবেষককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস থেকেই চীনের শিক্ষার্থী ও গবেষকদের ব্যাপারে এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
হোয়াইট হাউসের এক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য তথ্য চুরি হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মার্কিন প্রশাসন ও ব্রিটিশ সরকার দফায় দফায় বলেছে, চীনের হ্যাকাররা করোনাভাইরাসের টিকা ও এ সংক্রান্ত বিষয়ের তথ্য জানার চেষ্টা চালাতে পারে। এজন্য মার্কিন প্রশাসন থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।
নতুন এ সিদ্ধান্ত ১ জুন থেকেই কার্যকর হবে। তবে নির্দিষ্ট করে চীনের কোনো গবেষক কিংবা শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিনা, তা এখনই জানা যাচ্ছে না। সূত্র : সিজিটিএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ