Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামের মাওঃ জিয়াউল হক ফারুকীর পুত্র মোঃ আল মামুন (৩৫)কে বরগুনার জেলার বামনা উপজেলার চেচান গ্রামের বিষখালী নদীর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। জানা যায়, আল মামুন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান হইতে গত ২১ জুলাই বিকালে মঠবাড়িয়া উপজেলার সদরে যান। রাত ৮.৩০ মিনিটের সময় তাহার স্ত্রীকে জানান, আমি মিরুখালী বাসায় আসতেছি। এর পর থেকেই আল মামুন নিখোঁজ রয়েছে এবং তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২২ জুলাই আল মামুনের পিতা মাওঃ জিয়াউল হক ফারুকী মঠবাড়িয়া থানায় নিখোজের জিডি করেন। বামনা উপজেলার চেচান গ্রামের জেলে মোঃ সোবাহান, দুলাল ও ফারুক হোসেন গতকাল রোববার ভোরে নদীতে মাছ ধরতে গেলে বিষখালী তীরবর্র্তী গেন্দু মিয়ার বাড়ীর সংলগ্ন হোগল খেতে বাচাঁও বাচাঁও বলে শব্দ শুনতে পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফারুককে হাত-পা বাঁধা অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মামুনের পরিবারের লোকজন খবর পেয়ে বামনা হাসপাতালে এসে মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। বর্তমানে মামুন অজ্ঞান অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ