মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীরদুই সদস্যের করোনাভাইরাস সংক্রমনে মৃত্যু হয়েছে।জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কর্মকর্তারা গতকাল শুক্রবার জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। -এনডিটিভি
সারা পৃথিবীতে ১৫টি বিভিন্ন শান্তিরক্ষী মিশনে ১ লাখের মতো সদস্য রয়েছেন। এই প্রথমবারের মতো তাদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন , দুর্ভাগ্যজনকভাবে গতকাল ও আজ করোনাভাইরাসে আমাদের দুই সামরিক সহকর্মীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এ দুই শান্তিরক্ষীর একজন কম্বোডিয়া , আরেকজন এল সালভাদর থেকে এসেছিলেন। তারা দুজনেই মালির শান্তিরক্ষা মিশন এমআইএসইউএসএমএ ’ র সদস্য ।
জাতিসংঘ সদর দপ্তর থেকে জানিয়েছে , শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা সেনা , পুলিশ কর্মকর্তা , বেসামরিক লোকজনসহ এখন পর্যন্ত ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জন সুস্থ হয়েছেন। আর দুজনের মৃত্যু হল ।
আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এমআইএসইউএসএমএ মিশন। এতে ৯০ জন আক্রান্ত হয়ে ৪৩ জন সুস্থ হয়েছেন ।
দ্বিতীয় ক্ষতিগ্রস্ত মিশন হলো কঙ্গোর। সেখানে ২১ জন আক্রান্ত হয়েছেন , সুস্থ হয়েছেন ৩ জন। দক্ষিণ আফ্রিকার মিশনে ১৭ জন আক্রান্ত হয়েছেন , ২ জন সুস্থ হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে , দক্ষিণ সুদান , লিবিয়া , ইসরায়েল ও সুদানের দারফুরের মিশনেও করোনা শনাক্ত হয়েছে ।
২০১৯ সালে ৩৯টি ভিন্ন ভিন্ন দেশে শান্তিরক্ষা মিশন চলাকালে ৮৩জন সৈন্য , পুলিশ অফিসার ও বেসামরিক সদস্য মারা গিয়েছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।